English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

‘চালককে নিয়োগপত্র না দিলে চলবে না গাড়ি’

- Advertisements -

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সড়ক আইনে গাড়ির মালিকদের চালক ও শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার বিধান রয়েছে। কিন্তু মালিকরা দিচ্ছে না। আগামী দুই মাসের মধ্যেই পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে। মালিক এবং শ্রমিকরা আলোচনায় ঠিক করবেন কীভাবে নিয়োগপত্র দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে কোন চালককে গাড়ি চালাতে দেওয়া হবে না।’

আজ রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণ বিষয়ক টাস্কফোর্সের সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘পরিবহন চালক ও শ্রমিকদের নিয়োগপত্র তাগিদ সত্ত্বেও দেওয়া হচ্ছিল না। এটা বাধ্যতামূলক করা হয়েছে। দুই মাস পরে নিয়োগপত্র আছে কিনা সড়কে পরীক্ষা চালানো হবে। সড়কে লক্করঝক্কর গাড়ির কারণে ঘটা দুর্ঘটনা ও প্রাণহানি রোধে, এসব গাড়ির বিষয়ে সিদ্ধান্ত নিতে বিআরটিএ চেয়ারম্যানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।’

আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এবং সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন