চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোখার পরিপ্রেক্ষিতে দেশের বন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ঘোষণার পর বিমানবন্দর কর্তৃপক্ষ রাত ১১টায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা করে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোখা মধ্যরাতে (১২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।