English

33 C
Dhaka
বুধবার, মার্চ ১২, ২০২৫
- Advertisement -

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল ব্যাহত: তীব্র যানজট

- Advertisements -

ঘন কুয়াশা কারণে বুধবার রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া সড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় সেতুর দুই পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল  সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা খুলে দেওয়ার পর মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, কুয়াশার ঘনত্ব রিকটার স্কেলে ৪০ শতাংশে নেমে আসায় সেতুর উপরে যান চলাচল বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসলে পুনরায় যান চলাচল শুরু করা হয়। বুধবার (২০ জানুয়ারি) একই কারণে রাত সাড়ে ১২টার পর বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়। যার কারণে সেতুর ওপর যান চলাচল বন্ধ ছিল। দেড়-থেকে দুই ঘণ্টা বিরতি দিয়ে দিয়ে টোলপ্লাজা খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশার প্রকোপ কমে গেলে টোলপ্লাজা পুরোপুরি খুলে দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুর ওপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও নলকা সেতুর উপর একটি দুর্ঘটনা ঘটেছে। এ কারণেও এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।

ট্রাফিক সার্জন সাইদুল ইসলাম জানান, ঘনকুয়াশার কারণে দেড়-থেকে দুই ঘণ্টা বিরতি দিয়ে মাঝে মাঝে টোলপ্লাজা বন্ধ এবং খুলে দেওয়া হয়। ফলে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে টোলপ্লাজা পুরোপুরি খুলে দেওয়ার পর থেকে মহাসড়কে কখনো থেমে থেমে কখনো ধীরগতিতে গাড়ি চলাচল করছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন