গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার থেকে কাওরাইদ পর্যন্ত সড়কের আধা কিলোমিটার বেহাল দশায় রয়েছে। অল্প বৃষ্টিতেই এই সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এমনকি যান চলাচলে দেখা দিচ্ছে স্থবিরতা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার থেকে আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ পর্যন্ত আধা কিলোমিটার সড়ক ইটের সলিং। অনেক স্থানে ইটের সলিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ওই সব গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলের সময় গর্তে জমে থাকা কাদাপানি ছিটে পথচারীদের শরীরে লাগছে। এছাড়া ইজিবাইক, সিএনজি উল্টে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে আহত হচ্ছে যাত্রীরা।
সিএনজি চালক মো. ফরিদ মিয়া বলেন, ‘সামান্য বৃষ্টিতে সড়কের যান চলাচল কঠিন হয়ে দাঁড়ায়। এই সড়কে সিএনজি চালানো খুবই কষ্টের একটি কাজ। প্রায়ই সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক উল্টে যায়।‘
স্থানীয় একটি কারখানার শ্রমিক পাপিয়া আক্তার বলেন, ‘আমাদের কষ্ট শুরু হয়ে গেছে। চলাচল করা খুবই সমস্যা। গাড়ি চলাচলের কারণে ময়লা পানি ছিটে জামাকাপড় নষ্ট করে। প্রতিদিন কাদা পানি ঠেলে আমাদের কর্মস্থলে যেতে হয়।’
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সড়কটির বিষয়ে আমি প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি। আশা করছি দ্রুত সংস্কার কাজ করে ভোগান্তি দূর করা হবে।’
শ্রীপুর উপজেলার প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, ‘প্রাথমিকভাবে এই সড়কের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল তা দিয়ে কাজ করা সম্ভব না। নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু হবে।’