English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

‘গণপরিবহনের স্বীকৃতি পাচ্ছে মাইক্রোবাস’

- Advertisements -

মাইক্রোবাসকে আনুষ্ঠানিকভাবে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। সেই লক্ষ্যে জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মাইক্রোবাস আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন। অথমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, নসিমন ও লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করে বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাস ব্যবহারে উৎসাহিত করতে চাই। সে জন্য মাইক্রোবাস আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করছি।

তিনি বলেন, শুধু মাইক্রোবাস নয়, দাম কমবে জ্বালানি সাশ্রয়ী ‘মপেড’ (নকশায় ছোট ও ৫০ সিসির মধ্যে ক্ষমতাসম্পন্ন) মোটরসাইকেলেরও। কারণ মপেড মোটরসাইকেল ক্ষুদ্র ব্যবসায়ী ও জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে মপেড আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করছি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন