হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শাহাবুদ্দিন আহম্মেদ খান বলেছেন, আসন্ন ঈদে মহাসড়কে কোনো প্রকার ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এসব যানবাহন মহাসড়কের দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের সিরাজগঞ্জ এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মহাসড়কে পশুবাহী যানবাহন চলাচল প্রসঙ্গে তিনি বলেন, পশুবাহী যানবাহনসহ মহাসড়কে চলাচলকৃত যেকোনো প্রকার যানবাহনে চাঁদাবাজি প্রশ্রয় দেওয়া হবে না।
এ ছাড়া আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছানোর জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়ে বৈঠক করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো। যানজট নিরসনে মহাসড়কের ওই সব স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
পরিদর্শনকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক মোজাম্মেল হোসেন, হাইওয়ে বগুড়া রিজিওনের পুলিশ সুপার আহসান হাবীব, পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এস এম বদরুল আলম উপস্থিত ছিলেন।