শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে ঈদের দিন টোল প্লাজা দিয়ে গাড়ি পারাপার হচ্ছে নির্বিঘ্নে। নেই কোন যানজট, নেই কোন চাঁদাবাজি আশঙ্কা এমনটাই জানালেন পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির চালকরা।
তবে অন্যান্য দিনের তুলনায় আজ ঈদের দিন রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা।
এদিকে পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৯ হাজার ৭৯৩ টি যানবাহন পারাপার হয়।
রবিবার (১০ জুন) সকাল ১১ টায় মুঠোফোনে এই তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি বলেন, নিরবিচ্ছিন্ন ভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। গতকাল শনিবার ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায়করা হয়েছে। এ সময় ১৯ হাজার ৭৯৩ টি যানবাহন পারাপার হয়েছে।
সবমিলিয়ে ঈদের তিন দিনে পদ্মা সেতু দিয়ে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা।
পদ্মা সেতুতে বৃহস্পতিবার ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।
আর শুক্রবার ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা এ পর্যন্ত এক দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।
শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।