আলমগীর হোসেন,দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে দুইপাশে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দাউদকান্দি হাইওয়ে থানা,দাউদকান্দি মডেল থানা, গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি, দাউদকান্দি কমিউনিটি পুলিশিং, নিরাপদ সড়ক চাই, শ্রমিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।
দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে সড়ক দখল করে ব্যবসা চালিয়ে আসছেন কিছু অসাধু ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম বলেন, ঈদুল ফিতরে মহাসড়ক যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের আগেই আমরা মাইকিং করে দখলদারদেরকে সরে যাওয়ার জন্য বলেছি। এরপরও তারা সরে না যাওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধ দখলের কারণে মহাসড়কের উভয় লেনে প্রায় সময় যানজট লেগে থাকে। এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের কারণে এখন আর যানজট থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আফসার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম, দাউদকান্দি মডেল থানা পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসাঃ আয়েশা আক্তার, দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেন, গৌরীপুর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধিরা উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।