নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে টানা ১৮ দিন সড়কে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন করার সময় শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কি না, তা যাচাই-বাছাই করছে।
বাদ যাচ্ছে না মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়িও। গতকাল রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে এক বিচারপতির গাড়ি থামিয়ে শিক্ষার্থীরা দেখতে পায়, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। পরে তারা উপস্থিত সার্জেন্টকে ডেকে আনে।
মোহাম্মদপুর জোনের সার্জেন্ট সামশুর জামানও পরীক্ষা করে চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স পাননি। গাড়ির চালক মো. মুকুল জানান, ড্রাইভিং লাইসেন্স ভুলে বাসায় রয়ে গেছে। আর গাড়িটির মালিক হাইকোর্টের একজন বিচারপতি। শিক্ষার্থীরা সার্জেন্টকে গাড়িটির নামে মামলা দিতে বললে চালক সময় চেয়ে গাড়ি রেখে লাইসেন্স আনতে যান।