সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে আগামীকাল শুক্রবার পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। এই সময় হাতে লিখে পুরনো পদ্ধতিতে টিকিট বিক্রি করা যাচ্ছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পুনরায় অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। তবে শুরুতে শুধু ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। থাকবে না কোন মোবাইল অ্যাপ।
এর আগে গত ১৪ মার্চ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০ মার্চ কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে ট্রেনের টেকিট বিক্রি করবে ‘সহজ ডটকম’। তাদের অভ্যন্তরীণ সেটআপের জন্য ৫ দিন সময় নেওয়া হয়।
জানা গেছে, নতুন ওয়েবসাইট (www.eticket.railway.gov.bd) থেকে টিকিট সংগ্রহ করতে হলে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। যদিও নতুন ওয়েবসাইটটি এখনো ওপেন হচ্ছে না।
পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন সাইটে লগ-ইন করা যাবে না।