দিনাজপুরের হিলি সীমান্তে রেললাইনের ওপর ভারতীয় পাথরবোঝাই ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভারতের জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের ৮৪ জন যাত্রী।
রোববার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিলি সীমান্তের জিরো পয়েন্ট গেটে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল ৫টার দিকে ট্রাকটি বিকল হলে লাল পতাকা নিয়ে ট্রেন থামানোর জন্য যান স্টেশনের পয়েন্টম্যান। সেখানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সহযোগিতায় লাল পতাকা সংকেত দিয়ে থামিয়ে দেয়া হয় ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি। এতে অল্পের জন্য রক্ষা পায় ট্রেনে থাকা ৮৪ জন যাত্রী।
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, ভারতের জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি হিলি এলাকায় প্রবেশ করার আগ মুহূর্তে লাইনের ওপরে বিকল হয় পাথরবোঝাই ওই ট্রাকটি। এ সময় লাল পতাকা সংকেত দিয়ে ট্রেনটি থামানো গেলেও প্রায় ২০ মিনিট পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।