দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের টিকিট নিয়ে কালোবাজারি বন্ধে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। রেলের টিকিট কাটতে যাত্রীদের এনআইডি ও বিক্রির ক্ষেত্রেও এনআইডি ছাড়া কারো কাছে টিকিট বিক্রি করা যাবে না। টিকিট যার ভ্রমণ তার।
এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ রেলের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর পূর্বে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।