নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় এবং সিএনজি চালিত বাসে নতুন ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর ৬টি বাসকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কমলাপুরে টিটিপাড়া ট্রাফিকবক্সের পাশে এই আদালত পরিচালনা করা হয়।এ সময় সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৬টি বাসকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্টটি পাইনি। অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথাও যাত্রীরা বলেছেন। এজন্য ৬টি বাসকে আমরা ১৪ হাজার টাকা জরিমানা করেছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এই ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চালু থাকবে বলেও এসময় জানান তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন