English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

সাইকেল লেনের বেহাল দশায় আতিকুলের ক্ষোভ

- Advertisements -

বাইসাইকেল চালানোয় উৎসাহ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে আলাদা সাইকেল লেন তৈরি করা হয়েছে। কিন্তু এসব লেনের ওপর পুলিশবক্স, অস্থায়ী দোকানপাট ও গাড়ি পার্কিং গড়ে উঠেছে। ফলে কার্যত কোনো কাজে আসছে না সাইকেল লেন। সাইকেল লেনের এই অবস্থা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র আতিকুল ইসলাম। এতে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উল্লেখ করেছেন, যার শিরোনাম ‘কাজে লাগছে না আলাদা লেনের সুবিধা’।
ডিএনসিসি মেয়র লিখেছেন, ‘যানজটের নগরীতে সাইকেল আরোহীদের আরও উৎসাহিত করতে তৈরি করা হয়েছে এই আলাদা সাইকেল লেন। অথচ পুলিশবক্স স্থাপন, অবৈধ পার্কিং এবং নানাভাবে বেদখলের কারণে সাইকেল লেনের সুফল পাচ্ছেন না আরোহীরা। এই অবস্থা চলতে দেয়া হবে না। যেভাবে নগরবাসীকে সাথে নিয়ে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ডিএনসিসি কর্তৃপক্ষ।’
তিনি আরও লিখেছেন, ‘তবে মনে রাখা জরুরি, নগরবাসীর সচেতনতা এবং সক্রিয় প্রতিরোধই এই সমস্যার সর্বোত্তম সমাধান।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন