English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

শ্রীপুরে মহাসড়কে অটোরিকশা উচ্ছেদ অভিযান

- Advertisements -

গাজীপুরে শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ সড়কে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা উচ্ছেদ অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার দিনভর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ অভিযান পরিচালনা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া।

এ সময় পুলিশ ৭০টির মত ব্যাটারিচালিত অবৈধ অটোরিক্সা জব্দ করে থানায় নিয়ে যায়। অভিযান চলাকালীন সময়ে খবর পেয়ে আশ পাশের আঞ্চলিক সড়কগুলো থেকে অটোরিক্সা উধাও হয়ে যায়।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি সাংবাদিকদের জানান, মহাসড়কে অটো উচ্ছেদ অভিযান চলছে। সাড়া দেশের ন্যায় এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আটক হওয়া অটোরিক্সার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরোও জানান, মঙ্গলবার দিনভর জেলা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ সারা দেশের ন্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিক্সা উচ্ছেদ অভিযান চালায়। মহাসড়ক সহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সা ধাপিয়ে চলাচল করে। প্রতিনিয়তই দুর্ঘটনায় শিকার হচ্ছে জনগণ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন, মো. ওয়াহিদুজ্জামান, নয়ন ভুইয়া, মেহেদী হাসান, জাফরউল্লাহসহ শ্রীপুর থানার একাধিক পুলিশ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন