English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

রেললাইনে ফাটল, প্রাণে বাঁচলেন ২ ট্রেনের হাজার যাত্রী

- Advertisements -

সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনে ফাটল দেখে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেসসহ দুটি ট্রেন সিগন্যাল দিয়ে থামিয়ে দেন স্থানীয়রা। এতে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন ট্রেন দুটি। পরবর্তীতে ট্রেন দুটি ধীর গতিতে পার হয়ে যান।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ছাগলা-পাগলা রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে কাজে যাওয়ার সময় রেল লাইনে ফাটল দেখতে পান তারা। এ সময়ই একটি মালবাহী ট্রেন আসতে দেখে হাত দিয়ে সিগন্যাল দিলে ট্রেনটি থামিয়ে দেন চালক। পরে ট্রেনের চালক রেললাইনের ফাটল দেখার পর ধীর গতিতে পার হয়ে যান।

তারা আরও জানান, শুধু মালবাহী ট্রেনই নয় রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে সেটাও থামিয়ে দেন তারা। পরে সে ট্রেনটিও ধীর গতিতে পার হয়ে যায়।

সিরাজগঞ্জ রেল স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে রেল ব্রিজ এলাকায় রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। পরে তারা খবর দিলে সেখানে লোক পাঠানো হয়েছে। এখন ফাটল ধরা রেললাইনে কাজ চলছে।

তিনি আরও বলেন, এটা বড় কোনো ফাটল না, ওই লাইনের ওপর দিয়ে ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। স্থানীয় না বুঝে সিগন্যাল দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস এবং মালবাহী একটি ট্রেন থামিয়ে দিলে সেই ট্রেনগুলো পার হয়ে যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন