রাজশাহী থেকে ছেড়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে পুঠিয়া বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর আগে ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।
জানা গেছে, ১১টি বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। পরে লাইনচ্যুত বগি ফেলে আরও ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়। আর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয়।
অপরদিকে, বেলপুকুর দিক থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকৃত ক্রেন) নিয়ে আসা হয়। এই ক্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। তবে রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধার কর্মীদের চেষ্টার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (ইএন) আবদুর রশিদ বলেন, উদ্ধার কাজ শেষে সকাল ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।