English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, গাড়ি ভাঙচুর

- Advertisements -

গণপরিবহনে ‘হাফপাস’ ভাড়ার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা অন্তত ১০টি গাড়িতে ভাঙচুর চালায়। আজ দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকে পরিবহন সংগঠনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন সারা দেশের মানুষ।
তখন সরকার বাসের বাড়া বর্ধিত করলে গণপরিবহন চলাচল শুরু হয় এবং বাসে নতুন ভাড়া কার্যকর করা হয়। কিন্তু ভাড়া বৃদ্ধির পর থেকে শিক্ষার্থীদের হাফপাস ভাড়া মানছিল না কিছু কিছু পরিবহন- এমন অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।
এ ঘটনায় রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরে বেশকিছু ঘটনা ঘটেছে।

সর্বশেষ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন