রাজধানীর সড়কের যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। সেই সঙ্গে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো ও এলোমেলোভাবে রাখা বন্ধের নির্দেশও দেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের এসব বিষয়ে আরও সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরও বেশি মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হব। যে কোনো প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে থাকবে।
এই কর্মকর্তা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি দায়িত্ব গ্রহণ করেছি। তখন সড়কে ও গণপরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা ছিল। খুব অল্প সময়েই সে পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছি। আমরা এ অবস্থা ধরে রাখার চেষ্টা করছি।