পুলিশ সুপারের নির্দেশনায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত উচ্চস্বরে মোটরসাইকেল চালানোর দায়ে মৌলভীবাজার শহর থেকে ৫ জনকে আটক করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০ জানুয়ারি (বুধবার) মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন এ অভিযান অব্যাহত থাকবে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুধীন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন শহরের বিভিন্ন সড়কে উচ্চস্বরে শব্দদূষন করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার দায়ে পাঁচজনকে আটক করে টিভি পুলিশ কার্যালয়ে আনা হয়। পরবর্তীতে তাহাদের অভিভাবক গন ডিবি অফিসে হাজির হইয়া তাহাদের সন্তানগন এমন কাজ হইতে বিরত থাকবে মর্মে অঙ্গিকার করিলে মুচলেকা সম্পাদন পূর্বক ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, সাইকেলের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেওয়া হয়।