English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

বিজয় দিবসের আগের দিন রাজধানীর সড়কগুলোতে যানজটের তীব্রতা চরমে

- Advertisements -

বিজয় দিবস ঘিরে টানা তিনদিনের সরকারি ছুটি সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে চোখে পড়ে গ্রামমুখী মানুষের উপস্থিতি। অনেকেই দিনের অফিস শেষ করে বিকেল বা সন্ধ্যায় রওনা হবেন। একইসময়ে চলছে এইচএসসি পরীক্ষা এবং ঢাকায় এসেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সব মিলিয়ে বিজয় দিবসের আগের দিন সকালে রাজধানীর সড়কগুলোতে যানজটের তীব্রতা ছিল চরমে। এইচএসসি পরীক্ষার্থী, অফিসগামী ও সাধারণ মানুষকে পোহাতে হয়েছে ভোগান্তি। বেলা বাড়লেও যানজটে ভোগান্তি কমেনি।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বেলা সোয়া ১১টার দিকে ভারতের রাষ্ট্রপতি ঢাকায় পৌঁছান। এ উপলক্ষে এয়ারপোর্ট থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এয়ারপোর্ট থেকে আসার রাস্তা কিছুটা ফাঁকা থাকলেও বিপরীত প্রান্তে ছিল তীব্র যানজট।

রাজধানীর মিরপুর, আসাদগেট, ফার্মগেট, তেজগাঁও, পল্টন, গুলিস্তানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি এলাকার রাস্তাগুলোতে তীব্র যানজট। গন্তব্যে যেতে মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো এলাকায় এইচএসসি পরীক্ষার্থীদের যানজট ঠেলে কেন্দ্রে যেতে দেখা যায়।

সকালে গুলিস্তান থেকে তেজগাঁও দুই ঘণ্টায় পৌঁছান বেসরকারি কোম্পানিতে চাকরি করা মিজানুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, গুলিস্তানে বাসে উঠার পর থেকে তেজগাঁও পর্যন্ত যানজট ছিল। অনেক স্থানে ছিল ট্রাফিক সিগন্যাল। এসব কারণে গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়েছে।

সায়মন নামের এক এইচএসসি পরীক্ষার্থী মিরপুর থেকে ফার্মগেট বিজ্ঞান কলেজে পৌঁছেন দেড় ঘণ্টায়। তিনি বলেন, রাস্তায় যানজট হবে এটা মাথায় রেখেই সময় নিয়ে বাসা থেকে বেরিয়েছি। কিন্তু যানজট এতটা তীব্র হবে ভাবিনি।

ভারতীয় রাষ্ট্রপতির ঢাকা সফর ঘিরে পুরো রাজধানী নিরাপত্তার চাদরে ঢেলে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন মোড়ে তল্লাশি চালাতেও দেখা গেছে। মুজিব জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৫০তম জয়ন্তী উদযাপন করতে স্ত্রী-কন্যাসহ ঢাকায় অবস্থান করছেন ভারতীয় রাষ্ট্রপতি।

আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি। পরের দুদিনও (শুক্রবার ও শনিবার) সরকারি ছুটি। সে হিসাবে ১৬-১৮ ডিসেম্বর তিনদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এসময়টাতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছুটি উপভোগে অনেকে গ্রামের বাড়ি বা দেশের বিভিন্ন পর্যটন অঞ্চলের দিকে ঝুকছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন