বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ কম রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। এছাড়া সকাল থেকে মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সানারপাড় এবং সাইনবোর্ডে সরেজমিনে এমনই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুক্ষণ পরপরই র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া ডিবি পুলিশকেও মহাসড়কে অবস্থান করতে দেখা গেছে।