English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

ধুনট শহরে প্রতিনিয়ত যানজট, জনদুর্ভোগ বেড়েছেই চলছে

- Advertisements -

শহরে যতটুকু রাস্তা আছে তা ঠিকমত ব্যবহৃত হচ্ছে না, রাস্তার পাশে যেখানে-সেখানে পরিবহন স্ট্যান্ড, রাস্তার ওপর বসানো ভ্রাম্যমাণ দোকান, ট্রফিকব্যবস্থা না থাকা এবং ব্যবহার নেই বাইপাস সড়কের। এসব কারণে বগুড়ার ধুনট শহরে প্রতিনিয়ত যানজটে নাকাল নাগরিক জীবন। আর এসব কারণের পেছনে রয়েছে অব্যবস্থাপনা ও অপরিকল্পনা।
জানা গেছে, ধুনট শহরের প্রতিনিয়ত বড় ধরনের যানজট লেগেই থাকে। আর এই যানজটের অন্যতম প্রধান কারণ হলো রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা পরিবহন স্ট্যান্ড। শহরের জিরো পয়েন্ট, সোনামুখী রোড, ডাক বাংলা রোড ও কাঁচাবাজার মোড়ে রায়েছে পরিবহন স্ট্যান্ড। রাস্তার ওপরে একটি গাড়ি রেখে যাত্রী তোলা হচ্ছে, বাকিগুলো অপেক্ষমান অবস্থায় রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকে। যত্রতত্র রিকশা-ভ্যানে যাত্রী তোলা হয়।
শহরে নেই ট্রাফিকব্যবস্থা। ফুটপাতে দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ফলে রাস্তা সংকুচিত হয়ে গেছে। শহরের দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে বাইপাস সড়ক। কিন্ত সেই সড়ক কেউ ব্যবহার করছেন না। সব ধরনের পরিবহন শহরের ভেতরের সড়ক দিয়েই যাতায়াত করছে। শহরে রাস্তার পাশেই রয়েছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মালামাল লোড-আনলোড করা হয় রাস্তায় দাঁড়ানো গাড়ি থেকে। ফলে প্রতিদিনই রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে নাগরিক জনদুর্ভোগ বেড়েছে।
শহরের যানজট নিরসনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতি মাসেই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো শহরের ভেতর থেকে অবৈধ স্ট্যান্ড অপসারণ, ফুটপাতের দোকান উচ্ছেদ, বাইপাস সড়ক ব্যবহারে পরিবহন চালকদের সচেতন করা এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থাকরণ। কিন্ত সিদ্ধান্তগুলো আজও আলোর মুখ দেখেনি। কাগজ কলমেই সীমাবদ্ধ উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত মালামাল লোড-আনলোড করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। পরিবহনের চালকদের বাইপাস সড়ক ব্যবহারের কথা বার বার বলা হয়। যনজট নিরসনে রাস্তায় লোক নিয়োজিত রাখা হয়েছে। তারপরও কমছে না শহরের যানজট।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, যানজট নিরসনে আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়হীতা ও সচেতনতার অভাবে সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তারপরও যানজট নিরসনের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন