কুলাউড়া-রবিরবাজার সড়কের চৌধুরী বাজার এলাকায় ফানাই নদীর ব্রিজে আজ আবার ভাঙ্গন দেখা দিয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রত্যেকটি ব্রিজ আধুনিকতার ছোঁয়া লেগে রড কংক্রিট ঢালাই করা হলেও এখনো সেই আদি যুগের স্টিলে জরাজীর্ণ অবস্থায় রয়ে গেল কুলাউড়ার সেই ফানাই নদীর বেইলী সেতু।
আজ এই ব্রিজে পুনরায় ফাটল দেখা দিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। আর তাতে বিপাকে পড়তে হয় বীজের দুপারের যাত্রীদের। কারণ এক পাশের গাড়ি অপর পাশে যেতে পারছে না। সারাদিন থেকে বন্ধ রয়েছে কুলাউড়া টু রবিরবাজার হাইওয়ে রাস্তা।
একদিকে রাস্তার কাজ চলছে কচ্ছপের গতিতে, রাস্তার কাজের মেয়াদ ৩ মাস আগে শেষ হয়ে গেলেও এখনো শেষ হয়নি অর্ধেক কাজ। যাত্রীরা যখন উটের পিঠে চড়ছে তখন আবার ব্রিজে ভাঙ্গন সোজা কথা মরার উপর খরার ঘা, যাত্রীরা এই অবস্থা থেকে স্থায়ীভাবে মুক্তি চায়। কারণ কয়েকদিন পর পর এই ব্রীজে ভাঙন দেখ দেয়।
এই ব্রিজটি অতি তাড়াতাড়ি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই ব্রিজটি স্টিলের পরিবর্তে যেন রড এবং কংক্রিট দিয়ে পাকা ঢালাই করে নতুনভাবে নির্মাণ করা হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন