English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

এমপি জিন্নাহ’র অর্থায়নে একটি স্টিল ব্রিজ বদলে দিয়েছে এলাকাবাসীর দুর্ভোগ

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়া প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ ৩৭ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ এমপি’র অর্থায়নে একটি স্টিল ব্রিজ বদলে দিয়েছে মহাস্থান এলাকাবাসীর দুর্দশা আর দুর্ভোগ, বদলে গেছে কৃষকের ভাগ্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান আকন্দপাড়া গ্রামে করতোয়া নদীর উপর প্রায় ২০০মিটার দীর্ঘ একটি স্টিলের ব্রিজ নির্মাণ করা হয়েছে। যেকারণে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নসহ কৃষিতে বিপ্লব ঘটেছে।

এরআগে ব্রিজ না থাকায় কৃষকদের ওপারে মাঠের জমির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ওই এলাকার মানুষ।

করতোয়া এ নদীর পশ্চিম পাড়ে রয়েছে মহাস্থান গ্রাম, পূর্ব দিকে রয়েছে লাহিড়ীপাড়া, সাতশিমুলিয়া, পীরগাছা, জাহানাবাদ, নন্দীপাড়া, রহমতবালা, তেলিহারা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এখন সদ্য এ ব্রিজ দিয়ে চলাচল করছে। বর্ষাকালে নদী সাঁতরে কষ্ট করে জমিতে যেতে হতো। মহাস্থান আকন্দপাড়া এ নদী ঘেঁষা গ্রামে স্থানীয় বগুড়া-২ শিবগঞ্জ-৩৭ আসনের সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ এমপির বাড়ি। তিনি সাম্প্রতিক নিজ গ্রামে বেড়াতে এসে তাঁর এলাকার মানুষের নদী পারাপারের এমন দুর্দশা দেখে হতাশ হয়ে যান। পরে তার নিজ অর্থায়নে লোহার পাইবের খুঁটি ও লোহার ফ্রেম কাঠের পাড়ানী দিয়ে স্টিলের (সাঁকো) ব্রিজ তৈরি করে এলাকার মানুষের নির্বিঘ্নে পারাপার হতে উপক্রম করেন। বর্তমান সাঁকোটি এলাকার মানুষের কাছে দৃষ্টিনন্দন হিসেবে আখ্যায়িত হয়েছে।

এমপি জিন্নাহ’র এমন উদ্যোগে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন। এবিষয়ে এমপির জ্যেষ্ঠপুত্র হুসাইন শরীফ সঞ্চয় (এবিএম) বলেন, এমপি এলাকার মানুষের কথা ভেবে নিজ অর্থায়নে এই স্টিলের ব্রিজ নির্মাণ করে দিয়েছেন।

শুধু তাই নয় জনগণের সুবিধার্থে এক পাশে সিসি ঢালাই রাস্তাও নির্মাণ করে দিয়েছেন। সদ্য এই ব্রিজের একপাশের রাস্তাটির কোন আইডি নাম্বার নেই, আরেক পাশে কোন রাস্তা নেই, ফলে এখানে সরকারি বরাদ্দে পুণরায় ব্রিজ নির্মাণ করা সময় সাপেক্ষ ব্যাপার।

তবে রাস্তার কাজ চলমান ও রাস্তার আইডি তৈরির কাজও চলছে। সব মিলিয়ে এখানে একটি উন্নতিকরন ব্রিজের পরিকল্পনাও এমপি সাহেবের রয়েছে।

এলাকার মানুষের জন্য একটি ব্রিজ নির্মাণ করে এমপি শরিফুল ইসলাম জিন্নাহ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এ নিয়ে তিনি সর্বত্রই প্রশাংসায় ভাসছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন