নিরাপদ সড়ক চাই নিসচা ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে নিসচার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় উদীচী জেলা সংসদের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিসচা জেলা শাখার সভাপতি আবু মহী উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ননীগোপাল বর্মনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক ও প্রভাষক জনাব ফজলে ইলাহী প্রধান, প্রভাষক শাহজামাল।
সভায় বক্তারা বলেন সকলের সচেতনাই পারে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে। বক্তারা আরো বলেন দীর্ঘ ২৭ বছর ধরে সড়ককে নিরাপদ করার সামাজিক আন্দোলন চালিয়ে আসচে নিসচা। নিসচা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার ফলেই নিরাপদ সড়ক চাই (নিসচা) একুশে পদক প্রাপ্ত সংগঠন। দেশের সকল মানুষ চায় সড়ক পরিবহন আইন’২০১৮ বাস্তবায়ন হোক।
নিসচা আজ দেশসহ বিদেশের মাটিতেও এই সামাজিক আন্দোলনকে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবিলম্বে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে আমরা চালক, মালিক যাত্রী, প্রশাসন সহ সকল স্তরের জনগন নিজ নিজ দায়িত্ব সর্¤úকে সচেতন হলে সড়ক নিরাপদে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে জানান বক্তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুপ্ত, সাইদুর রহমান, সদস্য গোলাম রসুল, আলম সরকার, দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা ঠাকুরগাঁও শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন