English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর বিরোধিতাকারীদের সাথে কোনো আপস নেই’

- Advertisements -

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এক এবং অভিন্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর বিরোধিতাকারীদের সাথে কোনো আপস নেই।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর সরকারি কলেজের গ্রন্থাগার ভবনে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ এর ফলক উন্মোচন শেষে কলেজের শিক্ষক লাউঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে ও শিক্ষিত জাতি গঠনে মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন মানুষ প্রয়োজন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গঠনে বদ্ধ পরিকর।
কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন।
আরও বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. দাইমুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন