English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

পীরগঞ্জে কালবৈশাখী তান্ডবে দুঃস্থ মানুষের ঘর নির্মাণে ৪ লক্ষ টাকা বরাদ্দ

- Advertisements -

রংপুরের পীরগঞ্জে সম্প্রতি ৪টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় ও কাল বৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ মানুষের গৃহ নির্মাণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ভুইয়া জনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু, বড়দরগাহ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন, বড় আলমপুর ইউপি চেয়ারম্যান, হাফিজার রহমান, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আ: লতিফ, মিঠিপুর ইউপি চেয়ারম্যান এস.এম. ফারুক আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমানসহ আরও অনেকে।

সভার সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল বলেন ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নে দুঃস্থ মানুষের গৃহ নির্মাণে উপজেলা পরিষদের অপ্রত্যাশী খাত থেকে ৪ লক্ষ টাকা বরাদ্দ। মাসিক মিটিং এ প্রেস ক্লাবের সভাপতি/সম্পাদককে অবগত করা হবে বলে সভার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ চালের পরিবর্তে নগদ অর্থ প্রদানে প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারের সহযোগী হিসেবে একজন করে সাংবাদিককে দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য ক্ষতিগ্রস্ত এলাকা গুলো হচ্ছে- কুমেদপুর ইউনিয়ন ২০ হাজার, মিঠিপুর ইউনিয়ন-৩০ হাজার, বড়দরগাহ ইউনিয়ন- ১ লক্ষ ৫০ হাজার, শানেরহাট ইউনিয়ন- ২ লক্ষ টাকা মোট- ৪ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন