English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পার্বতীপুর-খানসামা-নবাবগঞ্জ, কিশোরীর মৃত্যু

- Advertisements -

দিনাজপুরের পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কমপক্ষে একহাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় দেয়ালচাপায় পার্বতীপুর উপজেলায় এক কিশোরীর মৃত্যু হয়। নিহত কিশোরী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের শওকত আলীর মেয়ে উম্মে কুলসুম (১৩)।

শিলাবৃষ্টি ও ঝড়ের সময় কমপক্ষে ১৫ জন আহত হয়। ব্যাপক ক্ষতি হয় আম-লিচু ও ধানসহ অন্যান্য ফসলের।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে  ঘরবাড়ি-গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ সময় দেয়াল চাপা পড়ে ঘুমিয়ে থাকা ওই কিশোরী মারা যায়।

ঝড়ে মৃত্যুর খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ও পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা দেয়ালচাপায় কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন