লকডাউনের মধ্যেও মঙ্গলবার সনাতন হিন্দু সম্প্রদায়ের অষ্টমীর পুণ্যস্নান বা গঙ্গা স্নান গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদীতে অনুষ্ঠিত হয়েছে। তবে করোনা সংক্রমণের কারণে পুণ্যার্থীর সংখ্যা ছিল অন্য বছরের চেয়ে অনেক কম।
এবার সরকারি নির্দেশনা মেনে হিন্দু ধর্মীয় সংগঠনগুলো পুন্য স্নান বন্ধ রাখতে অনুরোধ জানালেও অনেকেই তা মানেনি। নদীর পাড়ে স্নান এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
পুণ্যার্থীরা জানান, প্রতিবছর চৈত্র মাসের শেষে শুক্লা অষ্টমী তিথিতে পাপ-তাপ থেকে মুক্তির জন্য হিন্দু সম্প্রদায়ের গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। এ বছর সেই তিথি পড়েছে বৈশাখ মাসে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পুণ্যার্থীরা গঙ্গা স্নান করতে গাইবান্ধার ফুলছড়ি পুরাতন ফেরি ঘাটে যমুনা নদীতে মিলিত হন। এই স্নান উপলক্ষে প্রতিবছর মেলা অনুষ্ঠিত হলেও এ বছর মেলার আয়োজন না হলেও কিছু দোকানপাট বসেছে।