দিনাজপুরে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২২০ জন। শনাক্তের হার ৫৮.৬৯ শতাংশ।
এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ উল হক।
অপরদিকে, দিনাজপুর জেলায় হোম আইসোলেশনে রয়েছে ১৩৩৪ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ১২০ জনসহ করোনায় ভর্তি রয়েছেন ২১৯ জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ১৪৩৩জন রোগী। আজ বৃহস্পতিবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য, দিনাজপুরে করোনা রোগীর চিকিৎসার জন্যে অক্সিজেন সিলিন্ডার ১২৮৫টি এবং জেলায় ১৫২৪টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি, অক্সিজেন কনসেনট্রেটর ২৮ এবং জেলায় ৬৩টি রয়েছে। করোনা আক্রান্ত ২৭ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১৬১০ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৯৫৭ জন।