কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে এক বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছেন। তার নাম পাগলী বেগম (শাহিমা) (৩১) এবং তিনি ওই এলাকার কাশেম আলীর কন্যা। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের ৭ সদস্যের একটি ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা অভিযান চালালেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ব্রহ্মপুত্র নদের তীরে পাগলী বেগম বাবা-মাসহ বসবাস করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি নদের ঘাটে পানি আনতে গিয়ে আর ফিরে আসেননি। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে উলিপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর একটি ডুবুরি দল প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি।
উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্বাস আলী বলেন, রাতে অন্ধকার থাকায় অভিযোন চালাতে পারিনি তাই মঙ্গলবার সকালে প্রায় দেড় কিলোমিটার এলাকায় অভিযান চালিয়েও নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।