কুড়িগ্রামের উলিপুরে ঝড়ে গাছের ভেঙে পড়া ডালের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। উলিপুর পৌর এলাকার গরুহাটি এলাকায় শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোহরাব মন্ডল পৌরসভার পানি ও স্যানিটেশন প্রকল্পের বোরিং মিস্ত্রি ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহরাবসহ পৌরসভার কয়েকজন শ্রমিক কাজের জন্য প্রায় এক মাস ধরে গরুহাটিতে গাছপালার নিচে তাঁবু লাগিয়ে অবস্থান করছিলেন।
সোহরাব শনিবার সকালে তাঁবুতে বসে ভাত খাচ্ছিলেন। সে সময় হঠাৎ ঝড় আসলে পাশের ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে তার ওপর।
সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই সোহরাবের মৃত্যু হয়েছে।