English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ভোট দিতে এসে ইভিএম বিড়ম্বনায় মোস্তাফিজার

- Advertisements -

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে ইভিএম জটিলতায় পড়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। কেন্দ্রে কিছুক্ষণ অপেক্ষার পর মেশিন সচল হলে ভোট দেন তিনি। পরে ইভিএম নিয়ে নিজের ক্ষোভের কথা সাংবাদিকদের জানান সাবেক এই মেয়র।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ভোট দিতে এসে আমি নিজেই ভোট দিতে বিড়ম্বনায় পারলাম। এভাবে ত্রুটি থাকলে ভোটগ্রহণ বিলম্ব হবে। এরকম হলে ভোট প্রশ্নবিদ্ধ হবে। আমরা নির্বাচন কমিশনকে আগে থেকেই ইভিএম চেক করতে বারবার তাগিদ দিয়েছি। কিন্ত আজ ত্রুটিগুলো সামনে আসছে।’

তিনি আরও বলেন, ‘অবস্থা যদি এই হয়, তাহলে মানুষ ভোট দেবে কীভাবে? আমি ভোট দিতে এসে বিড়ম্বনায় পরার বিষয়টি এখানকার প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামানকে অবগত করেছি এবং সেই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনকেও কিছুক্ষণের মধ্যেই বিষয়টি অবগত করবো।’

তিনি ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘ভোটাররা এসে বিভ্রান্ত হচ্ছে। কে কোন কক্ষে গিয়ে ভোট দেবে সেটা বোঝা মুশকিল। কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চাই সবাই সুন্দর সুষ্ঠু পরিবেশ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।’

বিজয় সুনিশ্চিত জানিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বলেন, ‘সব প্রার্থী যতো ভোট পাবে তার চাইতে আমি বেশি ভোট পাবো ইনশাআল্লাহ। কিন্ত ইভিএমে এমন ত্রুটি হলে ভোটের ব্যবধান কমতে পারে।’

প্রসঙ্গত, ২২৯টি কেন্দ্রের ৩৪৯ বুথে ইভিএমের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। এবারের নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই সিটি করপোরেশনে মেয়র পদে লড়ছেন ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন