করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পঞ্চগড়ের প্রায় ২০০ পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শামসুল হক ফাউন্ডেশন। সুপার পেট্রোক্যামিকেল লিমিটেডের অর্থায়নে এই ত্রাণ বিতরন করা হয়। সারাদেশে ত্রাণ বিতরণের অংশ হিসেবে পঞ্চগড় জেলায় বিতরণ করা হয় এই ত্রাণ।
সোমবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল।
শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেন কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম। এ সময় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।