English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ দুজন নিহত

- Advertisements -

দিনাজপুর সদর উপজেলা ও বিরল উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুজন গুরুতর আহত হয়। আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বজ্রপাতে নিহত দুজন হলেন- সদর উপজেলার রামনগর মাঝাডাঙ্গা গ্রামের মৃত কামিল উদ্দীনের ছেলে বুলবুল হোসেন (৩৪) ও বিরল উপজেলার গফরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে সুজ্জাত (১২)।

চেহেলগাজী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য পাভেল ইমরান জানান, বিকেলে আলুর ক্ষেতে কাজ করছিল বুলবুলসহ কয়েকজন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বুলবুল, জামাল ও নাঈম ক্ষেতের পাশে একটি গাছতলায় আশ্রয় নেয়। ওই গাছে বজ্রপাত হলে ঘটনাস্থলে বুলবুল মৃত্যুবরণ করেন।

এদিকে রাজারামপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সদস্য জামিল উদ্দীন জানান, বিকেলে সুজ্জাত বাবা রবিউল ইসলামের সঙ্গে আলুর ক্ষেতে কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সুজ্জাত মারা যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন