দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দিনাজপুর সদরের শফিকুল ইসলাম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় এবং হাকিমপুরে জামাল উদ্দিন সরকার নামে আরেকজন তার বাড়িতে মারা গেছেন। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা ৪৬ জন।
একই সময়ে নতুন আরও ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৬১ জন।আজ রোববার দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এসব তথ্য জানানা।
তিনি জানান, শনিবার রাতে পাওয়া তথ্যে জেলায় নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে দিনাজপুর সদরে ৪০ জন, বিরলে দুইজন, বিরামপুরে একজন, চিরিরবন্দরে একজন, ফুলবাড়ীতে তিনজন ও নবাবগঞ্জে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৩৮ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৫১ জনের করোনা পজিটিভ, আর বাকী ৮৭টি নেগেটিভ এসেছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৪৬১ জন করোনা আক্রান্তের মধ্যে ৪৬ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭২৫ জন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন