English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি পালিত

- Advertisements -

জেলা পুলিশ, দিনাজপুরের সার্বিক সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই (নিসচা), দিনাজপুর শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগের উদ্যোগে হেলমেট বিহীন মোটর সাইকেল চালক এবং দুই জনের অধিক আরোহী পরিবহনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

সোমবার(৪ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং একটি দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে তাই সর্বস্তরের জনসাধারণকে গতিসীমা মেনে চলার এবং মোটরসাইকেল আরোহীর হেলমেট পরিধান এর জন্য উদাত্ত আহ্বান জানান।

শোভাযাত্রাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে।

আজকের এই শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আসলাম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর, জনাব মোঃ এটিএম তৌহিদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন