দিনাজপুরের পার্বতীপুরে পলাশী রানী রায় নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গিমারী বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও তা আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (৯ মে) সকাল ৮টার দিকে পলাশী রানীকে (৩৩) অচেতন অবস্থায় ঘর থেকে বের করে বারান্দায় শুইয়ে রেখে তার পরিবারকে খবর দেন পেশায় দর্জি স্বামী মিনাল রায়।
এলাকাবাসী সঠিক তদন্ত সাপেক্ষে এ মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানান। পরিবারের দাবি যা হবার তা হয়েছে। এখন দুই সন্তানকে মানুষ করতে হবে। এ জন্য বাড়াবাড়ির দরকার নেই। দুই ছেলের মধ্যে বড় ছেলে অলিন্দ (১৩) অষ্টম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে অপূর্ব (৪) প্রতিবন্ধী।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।