English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

গাইবান্ধার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন,চলছে গননা

- Advertisements -

নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপে তফসিল ভুক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার ১৩ ইউনিয়নে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট চলছে গণনা। ভোটের পূর্ন ফলাফল পেতে অপেক্ষায় ভোটার ও প্রার্থীগণসহ সর্বস্তরের মানুষ। এর আগে দিনব্যাপী ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন,জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ অন্যান্যরা।
১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।এবার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১শ’ ২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র গুলোতে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব সদস্য মোতায়েন ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন।
গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষতি নারী সদস্য ২শ’ ৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫শ’ ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারে নির্বাচনে মোট প্রার্থী ৯শ’ ৮ জন প্রতিদ্বন্দিতা। এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১শ’ ৪৬ ভোটার ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন