দিনাজপুরে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৫০ জন। এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। সোমবার নতুন করে সর্বোচ্চ ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৭৮ জন।
দিনাজপুরে ঈদের পর থেকে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। সংক্রমণ রোধে দিনাজপুর প্রশাসনের উদ্যোগে চলছে শতভাগ বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিশেষ কার্যক্রম।
এদিকে, বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি ও স্বাস্থ্য বিভাগ নতুন করে দুটি ইউনিট চালু ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ শয্যা করোনা ইউনিটকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সূত্রমতে, এ পর্যন্ত দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় মোট দুই হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫০ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৯ জন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন