English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

শিলা ঝড়ে তছনছ তেঁতুলিয়ার কয়েকটি গ্রাম

- Advertisements -

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রামে হঠাৎ শিলাঝড় তাণ্ডব চালিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভজনপুর এলাকায় ঝড়ো বাতাশের সাথে শিলা বৃষ্টি শুরু হয়, স্থায়ী ছিল প্রায় ২৫ মিনিট।

এসময় গিতালগছ, ডিমাগজ, প্রধানগজ, বৈরাগীগজ, শান্তিনগর, কির্তনপাড়া ও কুড়ানুগজসহ বেশ কয়েকটি গ্রামের গাছপালা উপড়ে পড়ে। কঠিন শিলাবৃষ্টির কারণে টিনের চালাগুলো ফুটো হয়ে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর ভেঙে পড়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। তারা স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতে রয়েছেন।

এদিকে, ব্যাপক শিলাবৃষ্টির কারণে বোরো ধানের আবাদ নষ্ট হয়ে গেছে। ধানের শিষ ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেছে। ধানের গাছগুলোও মাটিতে পড়ে গেছে। ফলে ধানের ফলনের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকরা হতাশায় পড়ে গেছে। তারা বলছেন, হঠাৎ শিলাবৃষ্টির কারণে বাড়িঘরের ক্ষতি হয়েছে। বোরো ধান এবং মরিচের আবাদ নষ্ট হয়ে গেছে।

ডিমাগজ গ্রামের কৃষক রেজাউল ইসলাম জানান, আমার বোরো আবাদ নষ্ট হয়ে গেছে। টিনের চালা ভেঙে গেছে। করোনাকালীন হঠাৎ ঝড়ের ধাক্কায় খুব চিন্তিত হয়ে পড়েছি। ক্ষতি পুষিয়ে নিতে অন্তত এক লাখ টাকার প্রয়োজন। এত টাকা পাব কোথায়।

ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা শিলা ঝড় আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। স্থানীয় চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা দেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন