মিরাজ ই মোস্তফা: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পৌরসভাসহ অসহায়, সুস্থ প্রতিবন্ধী এবং হিজড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি ২০২৫ বেলা ১২:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৮০০ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
হিজড়া জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সমাজসেবা কর্মকর্তা তাপস। আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ এবং আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানের পর পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নের ৯৮ জন গ্রাম পুলিশকেও শীতবস্ত্র প্রদান করা হয়।
সুবিধাভোগীরা ভোটার আইডি কার্ড জমা দিয়ে স্বাক্ষরসহ টোকেন সংগ্রহ করেন এবং সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে শীতবস্ত্র গ্রহণ করেন। এ উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।