দিনাজপুর শহরের রাস্তাসমূহ সংস্কার ও জন চলাচলে শৃঙ্খলা আনয়নের দাবিতে নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখা গত ১৩ অক্টোবর তারিখে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
দিনাজপুর পৌরসভার অধীনে থাকা শহরের সড়ক দীর্ঘ ১৫ বছর ধরে সংস্কার হচ্ছে না। বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা জরাজীর্ণ ও শোচনীয়। রাস্তায় রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। রোগীদের আনা নেয়া করার সময় রাস্তার দুরাবস্থার কারণেই অনেক রোগী রাস্তাতেই ইন্তেকাল করে। এর পাশাপাশি শহরে লাইসেন্সবিহীন অটোরিকশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেও দিনাজপুর শহরে মানুষ চলাচল করতে পারছে না। রাস্তাগুলোতে নেই ফুটপাতের ব্যবস্থা। এসব সমস্যার সমাধানের দাবিতে নিসচা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভার সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ-উপলক্ষে আয়োজিত পথসভায় নিসচা দিনাজপুর জেলা শাখার গৃহীত কার্যক্রমের প্রতি সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংস্কৃতিক সংগঠন ভৈরবী’র পরিচালক রহমতুল্লাহ রহমত, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সংগীত শিল্পী কল্যাণ পরিষেবা সভাপতি ফরহাদ আহমেদ, বাংলাদেশ জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক সুলতান কামালউদ্দীন বাচ্চু প্রমুখ।
এছাড়া উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিসচা দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামীম রাজা, যুগ্ম সম্পাদক এরশাদউজ্জামান মোল্লা এবং ভারপ্রাপ্ত সভাপতি ড. আয়েশা আকতার বানু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদ।
মানববন্ধন শেষে নিসচা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ড. আয়েশা আকতার বানু ও সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে একদল প্রতিনিধি রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ মাহমুদুল আলমের হাতে প্রদান করে।
সদস্য আমিসহ মতিয়ার রহমান, মুকিদ হাইদার শিপন, হারুন, মাহবুবসহ আরো অনেকেই ছিলাম। ধন্যবাদ সকলকে।