English

28 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

অগ্রিম ৮০ হাজার টাকা নিয়েও আরেক মাহফিলে বেশি টাকায় চলে গেলেন জিহাদী

- Advertisements -

ঠাকুরগাঁওয়ে অগ্রিম টাকা নিয়েও বক্তা ওয়াজ মাহফিলে আসেননি ইসলামী বক্তা ইলিয়াসুর রহমান জিহাদী। তাঁর বিরুদ্ধে এ অভিযোগে মানববন্ধনে হয়েছে। অগ্রিম দেওয়া টাকা ফেরত ও বক্তাকে বয়কটের আহ্বান জানিয়ে শাস্তি দাবি করেছে এলাকাবাসী। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের আমতলীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়

Advertisements

জানা যায়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শিবগঞ্জের আমতলী এলাকায় মহেশপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখার কথা ছিল ইসলামী বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর। আসার কথা বলে অগ্রিম টাকাও নিয়েছেন তিনি। তবে অসুস্থতার কারণ দেখিয়ে মাহফিলে আসতে অস্বীকৃতি জানান। তবে একই সময়ে ওই বক্তা অন্য জায়গায় একটি মাহফিল করেছেন বলে নিশ্চিত হয় এলাকাবাসী।

ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে মাহফিল কমিটির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম বলেন, ‘সবাই মিলে ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করি। মাহফিলে আসার জন্য দুইবারে আমরা তাঁকে ৮০ হাজার টাকা দিই। কিন্তু তিনি মাহফিলে আসেননি। আমরা খবর পেয়েছি তিনি বেশি অঙ্কের টাকা পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুরে মাহফিল করেছেন। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

Advertisements

মাহফিল কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেন, ‘জিহাদী ১৩ তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহফিল করেন। সে সময় আমরা তাঁর সঙ্গে কথা বলি। তিনি আমাদের কথা দেন এবং ওই মাহফিল মঞ্চেই আমাদের মাহফিলে আসার জন্য মানুষকে দাওয়াত করেন। কিন্তু তিনি আসেননি, যার সব প্রমাণ আমাদের হাতে আছে। তিনি টাকা নিয়েও আমাদের মাহফিলে আসেননি। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মাহফিলের স্বেচ্ছাসেবক মনারুল ইসলাম বলেন, ‘জিহাদী আমাদের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছেন; কিন্তু মাহফিলে আসেননি। আমাদের সঙ্গে উনি বাটপাড়ি ও প্রতারণা করেছেন। তিনি বলেছেন অসুস্থ কিন্তু একই দিনে আরেক জায়গায় মাহফিল করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন