রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে গাংনই নদী থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড।
মঙ্গলবার সকালে পৌর এলাকার নাগরব্রিজ সংলগ্ন নদী থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে জানান শিবগঞ্জ থানার এসআই আইনুল হক।
তিনি জানান, গত সোমবার দিবাগত রাতে মাছ ধরার সময় জেলেদের জালে গ্রেনেডটি আটকা পরে। পরে খবর দেওয়া হলে পুলিশ সেখানে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য
বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানান এস আই আইনুল হক।