বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার নির্মান কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ঘটিকায় শিবগঞ্জ পৌরসভা চত্তরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩৭ বগুড়া০২ শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির। উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, পৌর কাউন্সিলসহ সুধীবৃন্দ। উল্লেখ্য একই ধরণের প্রকল্প সারা দেশের মোট ৩০টি পৌর সভায় বাস্তবায়ন হচ্ছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন