English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

রাজশাহী বিভাগে একদিনে ৫০৯ জন করোনাভাইরাস জয় করে সুস্থ

- Advertisements -

রাজশাহী বিভাগে একদিনে রেকর্ড ৫০৯ জন করোনাভাইরাস জয় করে সুস্থ হয়েছেন। বুধবার তারা সুস্থ হয়েছেন। একদিনে এত বেশি সংখ্যক রোগী আর কখনই সুস্থ হননি। বিভাগে এখন মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ হাজার ৯৮০ জন।
বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সুস্থ হওয়া ৫০৯ জনের মধ্যে ২২৫ জনেরই বাড়ি রাজশাহী। এছাড়া জয়পুরহাটের ২১০ জন, নওগাঁর ১৮ জন, বগুড়ার ৪৩ জন, সিরাজগঞ্জের ১১ জন এবং পাবনার দুইজন করোনা জয় করেছেন।
বুধবার বিভাগের বগুড়া জেলায় দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ২৮৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে সর্বোচ্চ ১৭৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৯ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
বুধবার বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে ৩০ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে নয়জন, নাটোরে ১১ জন এবং সিরাজগঞ্জে ১১ জন একজন শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৯৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ২৮৮ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৭৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৭ জন, নওগাঁয় এক হাজার ২৩৮ জন, নাটোরে ৯৪৬ জন, জয়পুরহাটে এক হাজার ৪২ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৭২ জন এবং পাবনায় এক হাজার ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত রাজশাহীর ৩ হাজার ৯০৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর এক হাজার ১৩৭ জন, নাটোরের ৭৩৪ জন, জয়পুরহাটের ৭৫৩ জন, বগুড়ার ৬ হাজার ৩৪১ জন, সিরাজগঞ্জের এক হাজার ৫১৫ জন এবং পাবনার ৯৭৩ জন করোনামুক্ত হয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন