বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে ২৮ নভেম্বর (শনিবার) বিকালে বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২০ পঞ্চাদাস জামতলী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোকাব্বর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
উদ্বোধক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির দ্বায়িত্বপ্রাপ্ত নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, প্রধান বক্তা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম আর ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম, সাবেক মেয়র শেখ মতিয়ার রহমান মতিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসন,নামুজা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম রাসেল মামুন।
আমন্ত্রিত অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুর রাজ্জাক, যুগ্ন আহ্বায়ক মাস্টার হারুনুর রশিদ, এ কে এম ইদ্রিস আলী, বুলবুল ইসলাম,এসএম তাজুল ইসলাম,ডাঃ আশিক মাহমুদ ইকবাল,সফিকুল ইসলাম শাহিন, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, মাহবুব আলম মানিক,তাহেরুল ইসলাম,শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হাফিজুর রহমান হিরু সহ বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা ওবায়দুর রহমান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন