বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপ পরিচারক ডা. আবদুল ওয়াদুদ জানান, ১৬ আগস্ট বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা করতে দেন। পরের দিন ১৭ আগস্ট কোভিড পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি বগুড়া শহরের কালিতলায় নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
কিন্তু বাসাতে শারীরিক সমস্যা বৃদ্ধি পেলে মঙ্গলবার সকালে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।